শান্তির ধর্ম ইসলাম, মানবতার শিক্ষা দেয় ইসলাম, মহরমের জলসায় পীরজাদা হাজী ফারহাদ

Spread the love

শান্তির ধর্ম ইসলাম, মানবতার শিক্ষা দেয় ইসলাম, মহরমের জলসায় পীরজাদা হাজী ফারহাদ

বিশেষ প্রতিবেদন,শাসন,
মহরম উপলক্ষ্যে রবিবার নুরানী মাহফিল অনুষ্ঠিত হয় শাসনের আন্দুলিয়াতে। উক্ত ধর্মীয় জুলুসে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ। মহরমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন ১৪০০ বছর আগে আরব দেশের কারবালা প্রান্তরে হজরত মহম্মদের নাতি ইমাম হোসেনকে হঠাৎই এক অসম লড়াইয়ের সম্মুখীন হতে হয়। মরুপ্রান্তরে অবরুদ্ধ অবস্থায় তৃষ্ণায় কাতর হয়ে বেশ কয়েকজন শিশু ও মহিলা-সহ সপরিবারে সপার্ষদে তিনি প্রাণ হারান। সেই দিনটি ছিল হিজরি মহরম মাসের ১০ তারিখ। মুসলিম সম্প্রদায় প্রতি বছর এই তারিখে মহরম পালনের মধ্যে দিয়ে সেদিনের ওই নির্মম ও হৃদয়বিদারক ঘটনাকে স্মরণ করে।ধর্মপ্রাণ মুসলিমগণ নামাজ পাঠ, কোরান পাঠ, দরিদ্র অসহায়দের দান দক্ষিণার মধ্যে দিয়ে নীরব শ্রদ্ধা পালন করে থাকেন।গ্ৰামের ছেলেদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা অত্যন্ত আনন্দদায়ক।যা আগামী দিনগুলোতে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
উক্ত নুরানী মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওঃ আব্দুল কাইউম নাদবী, মাওঃ সাহিনুর হোসেন, হাফেজ মাওলানা মোস্তাক,পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি, মাওঃ সফিকুল ইসলাম, অনুষ্ঠানটি পরিচালনা করেন মনজুরুল মাসুদ,নসিবুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *