সেখ রতন
5 সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম দিবস শিক্ষক দিবস সর্বত্রই পালিত হলো এই দিনটি। এদিন পূর্ব বর্ধমান শহরে এক ভূগোল শিক্ষক তার ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে শিক্ষক দিবস পালন করলেন একটু অন্যভাবে আম্ফান এর ফলে বহু গাছ নষ্ট হয়েছে তাই সবুজায়ন করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এদিন বর্ধমানের কার্জন গেট চত্বরে পথচলতি মানুষ এবং কর্মীদের হাতে চারা গাছ তুলে দিলেন এর পাশাপাশি মাস্ক-স্যানিটাইজার এবং টিফিন তুলে দেন। এই দিন প্রায় দেড়শ টি চারা গাছ প্রদান করা হয়। শিক্ষক দিবসের দিন এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই