শিল্পাঞ্চলের প্রখ্যাত গায়ক দূর্গা রানার সাথে দেখা করলেন আসানসোল মেয়র
কাজল মিত্র
:- করোনা সংকটের মধ্যে লক ডাউনে নানা সমস্যায় রয়েছেন আসানসোল শিল্পাঞ্চলের প্রখ্যাত গায়ক দূর্গা রানা।এই খবর পাওয়ার পাওয়া মাত্র রবিবার আসানসোল পুরনিগমের ১০৫ নং ওয়ার্ডের ডিসেরগড়ে ঐ শিল্পীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন আসানসোল পুরনিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। মেয়র তার হাতে কিছু আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী তুলে দেন। মেয়র গায়কের আবাসনের পরিস্থিতি দেখে, তা সংস্কার করে দেওয়ার আশ্বাস দেন। মেয়রের অনুরোধে গায়ক দূর্গা রানা ” ইয়ারানা ” সিনেমার বিখ্যাত গান ‘ ভোলে ও ভোলে ‘ এবং অন্য একটি গান গেয়ে শোনান। মেয়রের সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর অমিত তুলসিয়ান, অভিজিৎ আচার্য ও তৃনমুল কংগ্রেসের কুলটি ব্লকের কার্যকরী সভাপতি সুবল চক্রবর্তী সহ অনেকে ।