সতীত্বের অলঙ্কার
দিলীপ কুমার বিশ্বাস
০৮/০৩/২০২৪
তুমি কি বধির?
নাকি, না শোনার ভান করে,
জল ভরা চোখে দাঁড়িয়ে আছো দূরে।
সাজানো জ্বলন্ত চিতায়,
আমি চিৎকার করে বলছি,
বাঁচাও আমাকে বাঁচাও,
পুড়তে চাই না আমি,দগদগে আগুনে।
ফোটেনি যৌবন কুঁড়ি,
হৃদয়ে পাইনি আদরের ছোঁয়া,
বাঁচাতে বাপের কুল,
নীরবে গলায় পরেছি শখের মালা।
চোখ ভিজেছে জলে,
আঁচল দিয়ে মুছেছি বারবার,
বুঝতে দেইনি কাউকে,মনের ব্যথা।
পিঞ্জরের ছোট্ট পাখি,
লজ্জায় মুখ খোলেনি কোনদিন,
জলভরা চোখে কাটিয়ে গেছি একা।
পাষাণে চাপা দিয়ে বুক,
ব্যথায় ছটফট করতে করতে,
নীরবে ঘুমের কোলে পড়েছি ঢলে।
বাকি রেখে জীবনের সাধ,
পরতে চাইনা সতীত্বের অলঙ্কার,
চিতার দগদগে আগুনে পুড়ে।