সরস্বতী পুজোর উদ্বোধনে অভিনেতা ও অভিনেত্রী
সেখ সামসুদ্দিন, ১৩ ফেব্রুয়ারিঃ জামালপুরের কিশলয় সমিতির পুজো উদ্বোধনে আসেন স্বনামধন্য সিরিয়াল অভিনেতা তীর্থ মল্লিক ও অভিনেত্রী কন্যাকুমারী চন্দ্র। সরস্বতী পুজোর আগের সন্ধ্যায় কিশলয় সমিতির পুজো উদ্বোধন করেন তাঁরা। আরো ছিলেন জামালপুরের জনপ্রিয় নেতা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, কিশলয় সমিতির সভাপতি অঞ্জন মুখার্জী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। ডাকের সাজের প্রতিমা সন্ধ্যার আলোক সজ্জায় অপরূপ সুন্দর দেখাচ্ছিল। মেহেমুদ খান উপস্থিত অতিথিদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারই সাথে কিশলয় সমিতির অনেক প্রশংসা করেন। আজকেই তাঁরা একটি যাত্রা পালা মঞ্চস্থ করছেন যার নাম ‘স্বর্গের পরের স্টেশন’। গ্রামের পুজোয় এখনও তাঁরা যাত্রা শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। তীর্থবাবু ও কন্যাকুমারী দেবী জানান জামালপুরের এই পরিবেশ তাঁদের খুবই ভালো লেগেছে। তীর্থবাবু তাঁর বক্তব্যে মেয়েদের শিক্ষার কথা তুলে ধরেন এবং সকলের কাছে অনুরোধ রাখেন নিজের জন্মদাত্রী মাকে সকলে যেনো দেবীর মতোই দেখেন।