সেখ সামসুদ্দিন
ডেঙ্গু প্রতিরোধে পাল্লারোড এলাকার নানা জায়গা পরিস্কার পল্লীমঙ্গল সমিতির পক্ষ হতে করা হল। পাল্লা রোড প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পার্কের বন জঙ্গল এদিন পরিস্কার করা হয়। করোনা আবহে মশাবাহিত রোগের প্রকোপ অনেকেই ভুলতে বসেছেন, তা নিয়েও ভাবা দরকার, এদিনের সাফাই অভিযান এখন ক্রমাগত জারী রাখার প্রচেষ্ঠা নেওয়া হবে বলে জানান পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার।