সামাজিক সুরক্ষা কার্ড প্রদানে শ্রমমন্ত্রী

Spread the love

কাজল মিত্র ,

, শনিবার আসানসোল শ্রীপুর রেলপার এলাকার ২৩ নং ওয়ার্ডের কমিউনিটি হলঘরে  রাজ্য শ্রমবিভাগ এর উদ্যোগে এক কর্মসূচির আয়োজন করা হয়  । এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন  রাজ্যের শ্রমও আইনমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে যৌথ শ্রম কমিশনার ত্রিশঙ্কর সেনগুপ্ত, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সি.কে.রেশমা প্রমুখ।  এই অনুষ্ঠানে অসংগঠিত কর্মরত ২১৫ জন মানুষের মধ্যে সামাজিক সুরক্ষা কার্ড বিতরণ করা হয়। মন্ত্রী মলয় ঘটক বলেন – “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দরিদ্রদের সুবিধার্থে ৪৪ টি জনস্বার্থ পরিকল্পনা বাস্তবায়ন করেন। করোনা মহামারী, লকডাউন এবং অ্যাম্ফোনে আক্রান্তদের সহায়তার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন”। তিনি আরও বলেন  – সামাজিক সুরক্ষা প্রকল্পে যোগদানের জন্য কোনও ফি নেই।এই স্কিমটিতে যোগদানকারী ব্যক্তিরা শিক্ষা, স্বাস্থ্য,বিবাহ এবং মৃত্যুর সুবিধাগুলি পান। এ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় দু লাখ ৬৩ হাজার লোকদের কে সামাজিক সুরক্ষা কার্ড বিতরণ করা হয়েছে। প্রত্যেকে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *