সাধন মন্ডল,
দূর্ঘটনার কবলে পড়লো বেসরকারী যাত্রীবাহি বাস। এই ঘটনায় আহত বেশ কয়েক জন যাত্রী। মঙ্গলবার সকালে বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নাম্বাররাজ্য সড়কের উপর সারেঙ্গার চিলতোড় এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও বাঁকুড়া-ঝাড়গ্রাম ন'নম্বর রাজ্য সড়ক ধরে সিমরাপালের দিক থেকে রাইপুরের দিকে ওই বেসরকারী বাসটি যাচ্ছিল। সেই সময় চিলতোড় গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আম গাছের নিচে রাখা স্থানীয় এক ঠিকাদারের পিচ ঢালাইয়ের মেশিনে সজোরে ধাক্কা মেরে কাত হয়ে দাঁড়িয়ে যায় সামনের কাঁচ ভেঙ্গে পড়ে এই ঘটনায় আহত হন বেশ কয়েক জন যাত্রী। খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌঁছায় সারেঙ্গা থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে প্রাথমিক শুশ্রুষা করেন তাদের মধ্যে দুজনকে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, ওই বাসটি দ্রুত গতিতে থাকার কারণে ও রাস্তায় গর্ত থাকার ফলে এই দূর্ঘটনা ঘটেছে। গাছের নিচে থাকা ওই পিচ ঢালাইয়ের মেশিনের কারণে প্রাণহানির মতো ঘটনা এড়ানো গেছে। যদিও পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।