কাজল মিত্র
:- সালানপুর ব্লকের অন্তর্গত সালানপুর গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে সবনপুরগ্রামের বাউরী পাড়া হরি মন্দির এর নিকট একটি কমিউনিটি হলের ভিত্তি স্থাপনের মাধ্যমে ফিতা কেটে নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন সালানপুর ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় !এছাড়াও জেলাপরিষদের আরমান ও সালানপুর ব্লকতৃণমূল এর সাধারন সম্পাদক ভোলা সিং ও সালানপুর গ্রাম পাঞ্চয়েতের প্রধান দীপীকা বাউরী ,সমাজসেবী ফুচু বাউরি সহ অনান্যরা !এদীন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন
সভনপুর গ্রামে যেকোন অনুষ্ঠানে জন্য একটি কমিউনিটি হলের প্রয়োজন ছিল আর তাই গ্রামের মানুষের কথা মত এই গ্রামে একটি কমিউনিটি হলের ব্যাবস্থা করা হল।সালানপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আনুমানিক ১০লক্ষ্য টাকা ব্যায়ে এই কমিউনিটি হলটী তৈরী হবে।তাই আজ এই হলের ভীত্তীস্থাপনের মধ্যে কাজের উদ্বোধন করা হলো ।