সালানপুর জুড়ে গণেশ পুজো

Spread the love

করোনা আবহে সিদ্ধিদাতা গণেশের পুজো হল রূপনারায়নপুর সহ সালানপুর ব্লকের বিভিন্ন জায়গায় ।

কাজল মিত্র

:- করোনার প্রকোপে রাজ্য সহ গোটা বিশ্ব আতঙ্কিত আর এই আতঙ্কের পরিবেশে সালানপুর ব্লকের রূপনারায়নপুর শহরেও গণেশ পুজো করা হল। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর তুলনামূলক ভাবে অনেক জায়গায় পুজোর প্যান্ডেল ও মুর্তি করা হলনা।কিছু কিছু স্থানে সামান্য ভাবে গণেশের মূর্তি প্রতিস্থাপন করে পুজো করা হয়। রূপনারায়নপুর নিউ স্টার ক্লাব বাজার পাড়া গণেশ পুজো কমিটির পক্ষ থেকে প্রতিবারের ন‍্যায় এবছর গণেশ পুজোর আয়োজন করা হয়ছে । বিগত ১১ বছর থেকে হয়ে আসছে গণেশ পুজো। কিন্ত অন‍্যবারের তুলনায় এবছর একটু আলদা করোনা আবহে বিভিন্ন নিয়ম মেনে এবছর আয়োজিত হয়েছে গণেশ পুজো ।পুজো কমিটির উদ্যোক্তাদের পক্ষ থেকে মনোজ সনকার জানান প্রতিবছর আমাদের এই গণেশ পুজোতে কয়েক হাজার ভক্তের সমাগম হয় কিন্ত এবছর হাতে গোনা কয়েকজন শুধু সিদ্ধিদাতা গণেশ পুজো করেছেন নিয়ম মেনে। কোনোরূপ সমাগম লক্ষ‍্য করা যায়নি পুজো মণ্ডপে। এবং যারা আসছেন তাদের মাস্ক বাধ‍্যতামূলক এবং সকলকে স‍্যানিটাইজ করা হচ্ছে।
এদিন এই গণেশ পুজো উপলক্ষে গণপতি বাপ্পার পুজো অর্চনা করেন সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং, আশু তেওয়ারী, বাব্লু ঘাসি,
অরূপ রক্ষিত, সহ অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *