কৌশিক গাঙ্গুলি,
এবার মধ্যরাত্রে বোমাবাজি সিউড়ীর লালকুঠি পাড়ায় | স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বৃহস্পতিবাররাত 11.30 নাগাদ সিউড়ীর প্রতিদ্দন্দি ক্লাবের কাছে একটি বাড়ীর দেওয়ালে বাইকে করে প্রথমে এলাকার বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফর্মার টি অফ করে দেয় , তাতে এলাকা অন্ধকার হয়ে গেলে অন্ধকারের সুযোগ নিয়ে লালকুঠি পাড়ার একটি বাড়ীর দেওয়ালে দুটি বোম চার্জ করে| তীব্র আওয়াজে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা| পড়ে সিউড়ী থানায় খবর দেওয়া হলে সিউড়ী থানার ঘটনাস্থলে আসেন|