সিঙ্গাপুর যেতে চেয়ে হাইকোর্টের দারস্থ কুণাল ঘোষ
পারিজাত মোল্লা ,
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবার বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন।বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে এই মামলা দাখিল হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে ।সারদা কান্ডে জামিনে রয়েছেন কুণাল বাবু।সারদা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এ ব্যাপারে তাদের অবস্থান জানাবার জন্য সাত দিন সময় চেয়েছে।আগামী ১০ জানুয়ারি এই মামলার ফের শুনানি হবে।সারদা মামলায় বেশ কয়েক বছর আগেই জামিন পেয়েছেন কুণাল। তারপর ধীরে ধীরে ফিরেছেন রাজনীতির মূল স্রোতেও। তবে আদালত যে একাধিক শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিয়েছিল তারমধ্যে অন্যতম রয়েছে -‘ তিনি বিদেশ যেতে পারবেন না’। গত ২০১৬ সালে সারদা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন কুণাল ঘোষ। প্রথমে তাঁর রাজ্যের বাইরে যাওয়ার উপর কড়াকড়ি থাকলেও পরে শুধুমাত্র দেশের বাইরে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়।এবার সিঙ্গাপুর যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কুণাল।হাইকোর্টের কাছে বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন জানান তৃণমূলের মুখপাত্র। সোমবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলে ।কুণালের আবেদনের প্রেক্ষিতে সারদা মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মতামত জানতে চেয়েছিল ডিভিশন বেঞ্চ । সিবিআই এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানানোর জন্য আদালতের কাছে ৭ দিন সময় চেয়েছে। এরফলে সোমবার কুণালের বিদেশযাত্রা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। আগামী ১০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে।