সুচপুরের ‘শহীদ দিবস’ ভূলে গেছেন মমতা?

Spread the love

খায়রুল আনাম (সম্পাদক বীরভূমের কথা)

রাজ্য রাজনীতিতে এক সময় আলোড়ন ফেলে দেওয়া বীরভূমের নানুরের সূচপুর গণহত্যা দিবস প্রতি বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাড়ম্বরে পালন করা হলেও, এবার ২৭ জুলাই তা হলো না। ২০০০ সালের ২৭ জুলাই এই গণহত্যার ঘটনাটি ঘটেছিল নানুর থানার নওয়ানগর-কড্ডা গ্রাম পঞ্চায়েতের সূচপুরে। বাসাপাড়ায় যেখানে ময়নাতদন্তের পর মরদেহগুলি এনে নামানো হয়েছিল, সেখানেই নির্মিত হয় একটি শহীদবেদী। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে প্রতিজ্ঞা করেছিলেন যে, তিনি যতদিন বাঁচবেন ততদিন ২৭ জুলাই বাসাপাড়ায় আসবেন। কিন্তু তিনি আর আসেন না। এবার লকডাউনের জন্য বাসাপাড়ায় শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান, শেখ কাজল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *