আমিরুল ইসলাম
ভাতার থানার উদ্যোগে সেভ ড্রাইভ, সেভ লাইফ কে সামনে রেখে মোটরসাইকেল র্যালি।
পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশের উদ্যোগে বুধবার সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস উদযাপন করা হল। এদিন ভাতার থানা থেকে একটি বাইক র্যালি বের হয়। বাইক র্যালিতে সামিল ছিলেন ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়ও। ভাতার, বলগোনা, মুরাতিপুর, দেবপুর হয়ে র্যালি কামারপাড়া যায়। তারপর খুরুল, বাসুদা, নর্জা, আমারুন এলাকা ঘুরে প্রচার চালানো হয়।
পুলিশের সাধারণ মানুষকে বার্তা দেন সতর্কভাবে গাড়ি চালাতে ,হেলমেট পড়ে গাড়ি চালাতে।
স্থানীয় মানুষজন পুলিশের উদ্যোগে খুশি হয়েছেন।