স্বরুপগঞ্জে ড্রেন নিয়ে বিজেপির বিক্ষোভ

Spread the love

শ্যামল রায়,

স্বরুপগঞ্জ ঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত ড্রেন সংস্কারের দাবিতে বিজেপির অবরোধ

স্বরুপগঞ্জ ঘাট থেকে কৃষ্ণনগর রোডে রাস্তার দুপাশে থাকা ড্রেন মাটি চাপা পড়ে বন্ধ হয়ে গিয়েছে। ফলে জল নিকাশি ব্যবস্থা বেহাল। এর ফলে বর্ষা শুরু হতেই চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এলাকার বাসিন্দারা।
মঙ্গলবার স্থানীয় বিজেপি নেতারা এবং এলাকার বাসিন্দারা যৌথভাবে স্বরুপগঞ্জ ঘাটে কৃষ্ণনগর যাওয়ার রাস্তাটি অবরোধ করে। দ্রুত ড্রেন সংস্কারের দাবিতে রাস্তায় বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপির দুই সদস্য গোপাল দেবনাথ ও নিভা দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার মানুষের সাথে বিজেপির ব্লক সদস্য কানাই দাস ও মন্ডল সভাপতি রতন ভৌমিক সহ অনেকে। উপস্থিত অবরোধকারীরা জানিয়েছেন যে দীর্ঘদিন আগে নবদ্দীপ স্বরুপগঞ্জ ঘাট থেকে জল প্রকল্প তৈরি হয়েছে এই জল প্রকল্পের কাজ করবার জন্য রাস্তার দু’পাশ দিয়ে কৃষ্ণনগর পর্যন্ত জলের পাইপ মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এই মাটিতে ড্রেন  বন্ধ হয়ে গিয়েছে। বর্ষাকাল শুরু হতেই জল নিকাশি ব্যবস্থা বহাল থাকায় এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ আমরা দীর্ঘদিন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়ে কোনো কাজ হয়নি। দ্রুত রাস্তা সংস্কারের দাবি বাস্তবায়িত করতে আমাদের এদিককার রাস্তা অবরোধ জানালেন স্থানীয় পঞ্চায়েত সদস্য গোপাল দেবনাথ। উপস্থিত ছিলেন নবদ্দীপ থানার পক্ষ থেকে পুলিশ । শেষমেষ অবরোধকারীদের সাথে কথা বলে স্থানীয় পঞ্চায়েত প্রধান সিরাজ শেখ ঘটনাস্থলে এসে দ্রুত ড্রেন সংস্কারের আশ্বাস দিলে অবরোধকারীরা তুলে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *