স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালন রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- আজ ৯ ই আগস্ট দিনটি বিশ্ব আদিবাসী দিবস হিসেবে চিহ্নিত।সেই সূত্রে সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে দিনটি পালন করা হয়। সেরূপ ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং নেটজ বাংলাদেশ ও বি এম জেড এর আর্থিক সহায়তায় রাজনগর পঞ্চায়েতের বাবুপুর গ্রামে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি স্মরণ করা হয়।সিধু কানুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন
সংগঠন পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর প্রায় দেড় শতাধিক মহিলা সদস্যা সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।এদিন উপস্থিত অতিথিগন সিধু কানুর জীবন সংগ্রাম সহ আদিবাসী আন্দোলনের বিভিন্ন দিকগুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।সাথে আদিবাসীদের বিভিন্ন অধিকার আদায়ের বিষয়েও আলোকপাত করেন।পাশাপাশি আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে আদিবাসীদের লোক সংস্কৃতির চিত্র পরিলক্ষিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের টিম লিডার কাকন রুজ,মাঠ কর্মী গৌরাঙ্গ দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।