সেখ সামসুদ্দিন
পল্লীমঙ্গল সমিতির নতুনত্ব কাজের ধারাবাহিকতা রেখে এগিয়ে চলেছে। আজ পূর্ব বর্ধমান জেলাশাসকের চেম্বারের প্রবেশ পথে ও জেলা শিল্প দপ্তরে অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিস্পেন্সার বসানো হল। একদিন আগেই বিয়ের মেনুতে স্যানেটাইজার দিয়ে বিয়ে বাড়িতে সাড়া ফেলেছে পল্লীমঙ্গল সমিতি। ঐদিন বিয়ে ছিল ডাক্তার অঙ্কন সাঁইয়ের। তারই বিয়ের মেনুতে সচেতনতার পাঠ হিসাবে রেখেছিল স্যানিটাইজার। আমন্ত্রিত অতিথিদের প্রত্যেকের হাতে ১টি করে স্যানিটাইজারের বোতল তুলে দেওয়া হয়। পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার বলেন, ‘কাজ সবাই করে, কিন্তু কাজের মধ্যে অভিনবত্ব রাখতে পারা বা চমক রাখা একপ্রকার নেশা বলতে পারেন। সদাই চেষ্টা করি সমাজের জন্য নতুন কিছু করতে। এই কাজে আমাদের পল্লীমঙ্গল সমিতির সকল সদস্যের আনুগত্য ও ঐকান্তিক সহযোগিতা অনস্বীকার্য।