মোল্লা জসিমউদ্দিন (টিপু ),
সোমবার প্রতিবছরের মতো এই বছরও হাওড়া রেল স্টেশনে ‘জাতীয় আইনি পরিষেবা দিবস’ পালিত হলো। তবে করোনা স্বাস্থ্যবিধি মেনে। এই আইনী শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলা আইনি পরিষেবা সচিব, সঙ্ঘমিত্রা চ্যাটার্জী, রেলওয়ে ম্যাজিস্ট্রেট সৌরভ নন্দী, হাওড়া কোর্টের আইনজীবী ইয়াসমিন খাতুন ,রেলের আরপিএফ, জিআরপিএফ এ প্রতিনিধিবৃন্দ, রেলের আধিকারিকগন । এই শিবিরে সহযোগী ছিল ‘সংকল্প টুডে’ নামে এক সমাজসেবী সংস্থা ।