সৈয়দ রেজওয়ানুল হাবিব,
৪ঠা জুলাই শনিবার সকাল ১১টায় স্বরূপনগর ব্লকের একেবারে সীমান্তবর্তী হাকিমপুর বাসস্ট্যান্ড থেকে হাকিমপুর টু দীঘা বাস সার্ভিস এর শুভ সূচনা হলো আজ ৷ এই বেসরকারি গণপরিবহন সার্ভিসের সূচনা করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত পরিবহন স্থায়ী সমিতির কর্মধ্যক্ষ শ্রী নারায়ন গোস্বামী ৷ দীর্ঘদিন পরে পরীক্ষামুলকভাবে একেবারে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের স্বার্থে এই গণপরিবহন বেসরকারী বাস সার্ভিস চালু করে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা সমুদ্র সৈকত এর স্বাদ গ্রহনের জন্য স্থানীয়দের দুয়ার খুলে দিয়ে নারায়ন গোস্বামী বলেন- সীমান্তবর্তী ব্লক স্বরূপনগর ৷ঢিল ছোড়া দুরুত্বে বাংলাদেশ বর্ডার ,ঠিক তার পাশেই হাকিমপুর বাস স্ট্যান্ড থেকে শুভ সূচনা হলো আজ হাকিমপুর টু দীঘা বাস সার্ভিসের। গণপরিবহন বাস সার্ভিস চালু হওয়ায় দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হল স্থানীয়দের ,সাথে সাথে স্বল্প খরচে সর্বসাধারণের রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র উপভোগ করার দুয়ার খুলল ৷