হ্যাত্রাসের ঘটনা ও সংসদে সদ্য পাস হওয়া কৃষি বিলের বিরোধিতায় শিক্ষক সংগঠনের প্রতিবাদ মিছিল
কাজল মিত্র ,
:-সংসদে সদ্য পাস হওয়া কৃষি বিল নিয়ে গোটা দেশে বিতর্ক তুঙ্গে।দেশ জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ ।আর এই সদ্য পাস হওয়া কৃষি বিলের প্রতিবাদ ও হ্যাত্রাস কাণ্ডের প্রতিবাদে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে শিক্ষক সমাজের পক্ষ থেকে ও প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি ও স্টেট কোর কমিটি মেম্বার অশোক রুদ্র মহাশয়ের নেতৃত্বে বাজার কলকাতা থেকে হটন রোড বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল শেষ হয় এবং সেখানে
পথসভার আয়োজন করা হয়।
এদিন এই বিলের বিরোধিতায় একজোট হয় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি,এবং কলেজের তৃণমূল শিক্ষক সংগঠনের শিক্ষক শিক্ষাকা গন।
কৃষি বিলের বিরোধিতায় স্লোগাল দিয়ে মিছিল করেন শিক্ষক শিক্ষিকারা।এদিন এই মিছিলে
সকল শিক্ষক শিক্ষিকা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন ।এদিন এই প্রতিবাস সভায় বক্তব্য রাখতে গিয়ে অশোক রুদ্র মহাশয় জানান রাজ্যসভায় বেআইনি ভাবে পাস হওয়া এই কৃষি বিল কৃষক বিরোধী।আগামী দিনে কৃষকদের ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়তে হতে পারে।তাছাড়া কেন্দ্রীয় সরকার শুধু নিজেদের স্বার্থে পুঁজিপতিদের আরো বড়লোক করে তুলছে আর গরীবদের আরো গরিব সেই উদ্দেশ্য নিয়ে তাদের এই কৃষি বিল কারন আগে কৃষকরা তাদের ন্যায্য মূল্যের দাম পেত কিন্তু এখন এই বিল পাস হলে তারা কৃষকদের ন্যায্য মূল্যের দাম পাবে না।তাছাড়া এই কেন্দ্র সরকার প্রথম থেকেই কেবল মানুষকে ঠকিয়ে আসছে প্রথমে নোট বন্দি ,তারপর বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবে কিন্তু তা না এনে দেশের টাকা লুট করে এদেশের আদানি আম্বানির মত মানুষ দেশের সম্পত্তি লুট করে যাচ্ছে ।আর তাদের ইন্ধন যোগাচ্ছে কেন্দ্রের মোদি সরকার ।দেশে বেকারের সংখ্যা বেড়ে চলেছে রেল বেসরকারি করন করে যুবকদের আরো বেকার করে তুলছে ।তাছাড়া উত্তরপ্রদেশের ঘটনায় মানুষ জেনে গেছে বিজেপি শাসিত সরকারে নারীরা সুরক্ষিত নেই ।
আর এই পাল্টা প্রতিবাদের সমাবেশে হাতরসে নৃশংসতা ও বিরোধী দলের সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার, নির্যাতন, কৃষি বিল, সরকারী সম্পদের বেসরকারীকরণ, রেলওয়ের বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন সেকেন্ডারি জেলার সভাপতি রাজীব মুখার্জি,রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর কালিমুল হক ,শিক্ষক কাজী নিজামুদ্দিন,সহ সকল তৃণমূল সংগঠনের প্রতিনিধি
শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ ।