সুভাষ মজুমদার,
” হুল দিবস পালন” হল হরিপালের বাসুদেবপুর মোড়ের বীর শহিদ সিধু মুর্মু ও কানহু মুর্মু র মূর্তির সামনে জাতীয় পতাকা উত্তলন, বৃক্ষরোপণ এবং প্রদীপ প্রজ্বলন করেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, উপস্থিত ছিলেন হরিপাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বাবলু গায়েন ।
পরিবহন দপ্তরের ল’ অফিসার মঙ্গল সরেন, জয়রাম হেমরম,আদিবাসী মোড়ল যদুনাথ মুর্মু,আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহে সিধু মুর্মু ও কানহু মুর্মুর সহ আদিবাসী সমাজে অবদান কথা তুলে ধরেন বিধায়ক বেচারাম মান্না । তিনি বলেন করোনা ভাইরাস এর জন্য গতবছরের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, সামজিক দুরত্ব বজায় রেখে এ বছর অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷