১৬ ডিসেম্বরের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ স্যাটের

Spread the love

১৬ ডিসেম্বরের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ


মোল্লা জসিমউদ্দিন,


বুধবার দুপুরে স্যাটে ভার্চুয়াল শুনানিতে ডিএ মামলায় রাজ্য সরকার কে ১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন স্যাটের ডিভিশন বেঞ্চ। ২০০৬ সালের পর থেকে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ রয়েছে। যদিও এদিন রাজ্য সরকারের পক্ষে করোনা মহামারী পরিস্থিতি সামনে রেখে ডিএ মেটানো নিয়ে সময়সীমা চাওয়া হয়েছিল। তবে স্যাট রাজ্য সরকারের এহেন আবেদনে কর্ণপাত না করে ১৬ ডিসেম্বরের মধ্যেই বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে যেতে গেলে কলকাতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কে আপিল করতে হবে।উল্লেখ্য, এই মামলাটি কলকাতা হাইকোর্টের নির্দেশেই স্যাটে শুনানি চলে থাকে। ২০১৯ সালে ২৬ জুলাই স্যাট ছয়মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল। আপিল করার নিদিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও রাজ্যের তরফে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করা হয়। যার আজ অর্থাৎ বুধবার দুপুরে স্যাটে ভার্চুয়াল শুনানিতে আগেকার রায়টি বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারি কর্মীদের দাবি ছিল ষষ্ঠ বেতন কমিশন চালুর আগে বকেয়া ডিএ মেটাতে হবে। চলতি বছরে ষষ্ঠ বেতন কমিশন রাজ্য সরকার চালু করলেও বকেয়া ডিএ নিয়ে কোন টু শব্দ করেনি রাজ্য। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ১ লা জানুয়ারি ৪% ডিএ বাড়িয়েছে তাদের অধীনে থাকা কর্মীদের। এহেন ডিএ বৃদ্ধি রাজ্যের কর্মীদের বকেয়া বেতন পাওয়ার আইনী লড়াই কে আরও জোরদার করলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।                                                                                                          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *