৪১তম জেলা যোগাসন বাঁকুড়ায়

৪১তম জেলা যোগাসন

সাধন মন্ডল,


আজ ৩০শে জুলাই২০২৩ রবিবার বাঁকুড়া জেলা যোগ এসোসিয়েশন এর পরিচালনায় ও কোতুলপুর বিবেকানন্দ ক্লাব এর ব্যবস্থাপনায় ৪১ তম জেলা যোগাসন ক্রীড়া প্রতিযোগিতা
কোতুলপুর হাইস্কুল এ অনুষ্ঠিত হলো।আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন ক্রীড়া শিক্ষক রঞ্জিত সরকার ।উপস্থিত ছিলেন কোতুলপুর এর ও সি শুভাশীষ হালদার ।
প্রতিযোগিতা চলাকালীন পরিদর্শন করেন এডিঃ এস পি (অপারেশন) গণেশ বিশ্বাস, বিষ্ণুপুর এর এস ডি পি ও কুতুব উদ্দিন খান সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ । জেলা সম্পাদক রবীন মণ্ডল জানান জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩৩১জন
প্রতিযোগী অংশ গ্ৰহণ করে ।
প্রতিযোগিতা ছটি গ্ৰুপে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সম্পাদক লক্ষীকান্ত মজুমদার জানান সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।সফল প্রতিযোগীরা রাজ্য যোগাসন প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করার‌‌ সুযোগ পাবে ।ধন্যবাদ জ্ঞাপন করেন সদানন্দ ভদ্র ।

Leave a Reply