সুরজ প্রসাদ
আগামী ৪ঠা সেপ্টেম্বর সাড়া রাজ্যের সঙ্গে বর্ধমান জেলাতেও মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্না অনশন কর্মসুচী নেওয়া হবে জানালো জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দী। বুধবার দুপুরে জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে সন্দীপ নন্দী বলেন, ‘গনতন্ত্র বাঁচাও’ এই দাবীকে সামনে রেখে ৪ঠা সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত এই ধর্না অবস্থান হবে। একইসঙ্গে নির্বাচনের নামে প্রহসন, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চনা সহ একাধিক দাবীতে এই কর্মসুচী নেওয়া হবে। ধর্না শেষে একটি স্মারকলিপি দেওয়া হবে বলেও জানানো হয়।