আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি
। সাধন মন্ডল, বাঁকুড়া:—–সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজি কর হাসপাতালে নৃশংস ঘটনার দ্রুত বিচার সহ সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে
ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত কঠোর আইনের দাবিতে
বিজেপির বাংলা বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ধরনা অবস্থায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো সিমলাপালে। সিমলাপালের ঝরনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফাল্গুনী সিনহা বাবু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রবিদাস চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া এদিন রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কর্মসূচি পালিত হল রাইপুর সবুজ বাজারে ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলা অবজারভার অধ্যাপক শ্যামল সাঁতরা, রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্মু, রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাত, পশ্চিমবঙ্গ তৃণমূলশিক্ষা সেলের জেলা ছাত্র সভাপতি তীর্থঙ্কর কুন্ডু প্রমূখ। এদিন রাইপুরে ধর্ণা মঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে রাইপুর বাজার পরিক্রমা করে আবার সবুজ বাজারে ধরনা মঞ্চে এসে শেষ হয় সেখানে পথসভায় বক্তব্য রাখেন অধ্যাপক শ্যামল সাঁতরা, বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ব্লক সভাপতি জগবন্ধু মাহাত প্রমূখ। এই কর্মসূচি কে সাফল্যমন্ডিত করতে ব্লক এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা এসেছিলেন বৃষ্টি উপেক্ষা করে সকলেই মিছিলে যোগদান করেন। এদিনের এই কর্মসূচি ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়