১৪৪ ধারা ভঙ্গ করে জনজোয়ার নিয়ে মনোনয়নপত্র দাখিল তৃণমূল কংগ্রেসের, দুবরাজপুরে

Spread the love

১৪৪ ধারা ভঙ্গ করে জনজোয়ার নিয়ে মনোনয়নপত্র দাখিল তৃণমূল কংগ্রেসের, দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- গত ৮ ই জুন পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট শুনিয়ে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন। এবং পরেরদিন থেকেই অর্থাৎ ৯ ই জুন হতে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিলের কাজ চলবে আগামী ১৫ই জুন পর্যন্ত। ইতিমধ্যে বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রতহীন জেলা জুড়ে বিরোধীরা মনোনয়নপত্র দাখিল করলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কোন মনোনয়নপত্র দাখিল করা হয়নি গতকাল পর্যন্ত বলে খবর। একমাত্র সিউড়ি দু’নম্বর ব্লক তৃনমূল সভাপতি নুরুল ইসলাম জেলা পরিষদ আসনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন।সেটা নিয়ে ও দলের মধ্যে এবং বিরোধী শিবিরে চলছে জোর চর্চা। এদিকে আজ দুবরাজপুর ব্লকের ছয়টি পঞ্চায়েতের তৃণমূল মনোনীত প্রার্থীদের নিয়ে দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক সহ মিছিল সহকারে দুবরাজপুর ব্লক অফিসের গেটের সামনে শ্লোগান দিতে দিতে এসে জমায়েত হতে দেখা যায়। যদিও নির্বাচন কমিশন কতৃক ব্লক অফিসের এক কিলোমিটার এলাকা জুড়ে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে । ১৪৪ ভঙ্গ মানতে নারাজ তৃনমূল নেতৃত্ব। তবে বিরোধী দলের বক্তব্য পুরো পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়াটাই প্রহশনে পরিনত করেছে। সদ্য দুবরাজপুর ব্লক তৃনমূল সভাপতি ভোলানাথ মিত্রকে সরিয়ে যে ১৫ জনের কমিটি গঠিত হয়েছে তার যুগ্ম আহ্বায়ক রফিউল খান এক সাক্ষাৎকারে বলেন- আজ
সাহাপুর,গোয়ালিয়ারা, লক্ষীনারায়নপুর, পদুমা, চিনপাই ও পারুলিয়া পঞ্চায়েত এলাকা থেকে প্রায় নব্বই জন মনোনয়ন পত্র দাখিল করেন। বাকিটা আগামীকাল সম্পূর্ণ হয়ে যাবে। আগে উন্নয়ন রাস্তায় ছিল এখন বাড়ি বাড়ি পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারার উপর দাড়িয়ে তৃনমূল কংগ্রেস আবার জিতে পঞ্চায়েত, সমিতির বোর্ড গঠন করবে। বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়বো না। তবে বিরোধীদের ডেকে মনোনয়ন পত্র দাখিল করতে সহযোগিতা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জীর নির্দেশ ও আদর্শ মোতাবেক, এনিয়ে বিরোধী দল কোন মন্তব্য করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *