কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৮ তম জন্মদিন

Spread the love

ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়,

আজ অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৮তম জন্ম দিন পালন করা হয়। সামতাবেড় দেউলটি বসত বাড়ীতে। রূপনারায়ণ নদের তীরে এই বসতবাড়ি সরকার হেরিটেজ ঘোষণা করেছে এবং এটি পর্যটন কেন্দ্র ঘোষণা করেছে।সাহিত্য প্রেমী মানুষ ও ভ্রমণ পিপাসুদের উপস্থিতে স্বজন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দলবেঁধে কবি সাহিত্যিক তাঁর মুর্তি তে মাল্যদান করে। অনুষ্ঠানে কবিতা পাঠ ও কবিতা প্রতিযোগিতা হয়। গুণীজনদের সম্বর্ধনা ও চারা গাছ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের বনভূমি ও পর্যটনের কর্মাধ্যক্ষ মানস কুমার বসু। বাংলার বিশিষ্ট কবি আরণ্যক বসু ও সাংবাদিক বরুন চক্রবর্তী অগ্নিশিখা এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন ডক্টর রঞ্জিত দাশ। কবি শিবশঙ্কর বক্সী চন্দনা কুন্ডু দীপতী মুখার্জি অনিন্দিতা পাল। অচিন্ত্য মন্ডল প্রসেনজিৎ ঘোষ ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় ও অনেক প্রবীন নবীন কবি ও মহিলা কবি উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে স্বজন সৈকত খাড়া মিশ্র দাস আন্দোলন ও জন্ম দিনের পালন করেন। অনুষ্ঠানের শুরুত স্বজনের সম্পাদক ও কবি সাহিত্যেকগণ মিলে দেউলটি স্টেশনের নাম শরৎচন্দ্রের নামে করার দাবিতে স্টেশনে মাস্টারকে স্বরলিপি দান প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *