খয়রাশোল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখি উৎসব উদযাপন
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- সারা দেশ আজ রাখীবন্ধন উৎসবের আনন্দে আনন্দিত। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেও রাখীবন্ধন উৎসবের আয়োজন করেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। অনুরূপ বুধবার খয়রাশোল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখীবন্ধন উৎসব উদযাপন করা হয়। এদিন খয়রাশোল ব্লক দলীয় কার্যালয় থেকে ব্যানার ও রাখী নিয়ে স্থানীয় খয়রাশোল বাজার, বাসষ্ট্যান্ড, থানা, সেচ দপ্তর প্রভৃতি স্থানে কর্তব্যরত আধিকারিক ও সহকর্মীদের পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষের মধ্যেও রাখী পরানো হয়। তৃনমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ একত্রে পায়ে হেঁটে বাজার পরিক্রমা করে। অগ্রভাগে ছিলেন ব্লক তৃনমূল কংগ্রেসের মহিলা নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী, কেনিজ রাসেদ, রুনু সিংহ প্রমুখ। এছাড়াও ছিলেন ব্লক তৃনমূল কংগ্রেসের সম্পাদক মৃনাল কান্তি ঘোষ, ব্লক নেতৃত্ব সেখ জয়নাল, কাঞ্চন দে, সপ্তম গোপ,শিক্ষক উজ্জ্বল হক কাদেরী সহ দশটি অঞ্চলের নেতৃত্বগন।