খাতড়ায় টাউন লাইব্রেরিতে অত্যাধুনিক পাঠকক্ষের উদ্বোধন

Spread the love

শুভদীপ ঋজু মন্ডল,

খাতড়া মহকুমা এলাকা র মেধাবী ছাত্র-ছাত্রীদের সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে বাঁকুড়া জেলাশাসকের সহায়তায় শুক্রবার বিকেলে খাতড়া টাউন লাইব্রেরীতে একটি উন্নতমানের পাঠকক্ষ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন বাঁকুড়া জেলাশাসক কে রাধিকা আইয়ার এছাড়া উপস্থিত ছিলেন খাতড়া মহকুমা শাসক নেহা বন্দোপাধ্যায় , খাতড়া সমস্ত উন্নয়ন আধিকারিক অভীক বিশ্বাস সহ বিশিষ্ট মানুষজন ।এই পাঠ কক্ষটির উদ্বোধন করে জেলা শাসক কে রাধিকা আইয়ার বলেন বাঁকুড়ার মাটি তে প্রতিভার অভাব নেই বাঁকুড়া জেলা পড়াশোনায় সাফল্যের সাথে রাজ্যে সুনাম অর্জন করে চলেছে। জঙ্গলমহল এলাকার ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য সেরকম কোন সুযোগ নেই সেই সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে জেলা প্রশাসন এই পরিকল্পনা নিয়েছে। এক সাক্ষাৎকারের খাতড়া মহাকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের এলাকায় মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে একটি পড়াশোনা করার সঠিক ঠিকানা পায় তার জন্য খাতড়া টাউন লাইব্রেরীতে একটি উন্নত মানের পাঠকক্ষ নির্মাণ করা হয়েছে যেখানে ৩০ জন ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা করতে পারবেন ।আধুনিক গাইড বই সহ ওয়াইফাই এর সুবিধা রয়েছে। আমার আশা আমাদের এই বিশেষ পাঠ কক্ষে পড়াশোনা করে সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সাথে এগিয়ে যাবে ও জঙ্গলমহল এলাকার মুখ উজ্জ্বল করবে। এখানে ইউপিএসসি, ডব্লিউ বিসিএস, নিট, আইআইটি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়া রাজ্যের সরকারি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের সাথে একটি যোগাযোগ মাধ্যম গড়ে তোলা হবে এই পাঠকক্ষটি চালু হওয়া য় এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের খুব উপকারে আসবে বলে এলাকাবাসী মনে করেন । এপ্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ প্রণব হাজরা বলেন জঙ্গলমহলে এ ধরনের একটি কোচিং সেন্টারে খুব প্রয়োজন ছিল যা খাতড়া মহকুমা শাসক জেলাশাসকের সহযোগিতায় পুরন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *