ভাতারের বেলেণ্ডায় নিকাশিনালা নির্মাণ নিয়ে গন্ডগোল

সেখ মিলন,

নিকাশীনালা নির্মাণের পদ্ধতিগত ত্রুটি এবং নির্মাণের নিম্নমানের গুণগত মানের প্রশ্ন তুলে নিকাশী নালা নির্মাণের কাজ বন্ধ করলো গ্রামবাসীরা। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে অবশেষে ঢালাই নির্মাণের অংশ তুলে নিতে বাধ্য হলো ঠিকাদার। ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের ভাতারের বেলেণ্ডা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতার ব্লকের ভাতার গ্রাম পঞ্চায়েতের অধীন বেলেন্ডা গ্রাম প্রবেশের মুখে বর্ধমান কাটোয়া সড়ক পথ হইতে বেলেন্ডা গ্রামের দিকে প্রায় ১০০ মিটার নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয়। কৃষকদের স্বার্থে মূলত গ্রামের পশ্চিম প্রান্তের ক্যানেলের জল বেলেন্ডা গ্রাম সংলগ্ন জমিতে জল পৌঁছানোর উদ্দেশ্যেই নিকাশি নালা নির্মাণের উদ্যোগ নেয় গ্রাম পঞ্চায়েত। সেইমতে রবিবার নিকাশীনালা নির্মাণের কাজ শুরু করেন স্থানীয় ঠিকাদার। গ্রামবাসীদের অভিযোগ নিকাশীনালা নির্মাণের জন্য পর্যাপ্ত পরিমাণ গর্ত করা হয়নি। বেলেণ্ডা মোড়ের কাছের সড়কপথের যে কালভার রয়েছে সেই তুলনায় নিকাশী নালা নির্মাণের নিচের অংশের ঢালাই অনেকটাই উঁচু।যার ফলে চাষের জমিতে জল পৌঁছাবে না। পাশাপাশি ঢালাই নির্মাণের গুণগত মান ও নিম্নমানের। ঝোলানো হয়নি নির্মাণের কোন ফলক। এরপরই বেলেন্ডা গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে সোমবার সকালে নির্মাণের কাজ বন্ধ করে দেয়। গ্রামবাসীদের আরও দাবি নিকাশী নালা নির্মাণের সিডুল প্রকাশ্যে এনে পদ্ধতি মেনে পুনরায় নির্মাণ কাজ শুরু করা হোক। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে অবশেষে ঠিকাদার নির্মাণ হওয়া ঢালাইয়ের অংশ তুলে পুনরায় পদ্ধতি মেনে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply