গাড়ি সহযোগে গরু পাচারের আগেই ১৭ টি গরু সহ ধৃত -১ দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
গাড়ি করে গরু পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তি। সেই সাথে গাড়ি সহ ১৭ টি গরু বাজেয়াপ্ত করে স্থানীয় দুবরাজপুর থানায় নিয়ে আসা হয়। জানা যায় যে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে ১৫ ই মে বিকাল ৪.২৫ মিনিট নাগাদ দুবরাজপুর থানার হাতিমডাঙ্গায় রাস্তার উপর অতর্কিতে হানা দিয়ে একটি গরু বোঝাই গাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ গাড়ি দেখা মাত্রই গাড়ির চালক এবং আরও দুজন ওই গাড়ি থেকে পালাতে সক্ষম হলেও একজন পুলিশের হাতে ধরা পড়ে। গাড়ি তল্লাশির সময় দেখতে পান যে ১৭টি বড় আকারের গরু দড়ি দিয়ে নিষ্ঠুরভাবে দুটি পৃথক বাঙ্কার সহ গাড়ির ভেতরে লুকিয়ে রাখা রয়েছে। গাড়িটি কাঠের স্লাইড দিয়ে ঢাকা ছিল। আটক ব্যক্তি কোনও বৈধ কাগজপত্র বা নগদ নথি দেখাতে পারেনি।তাই পুলিশের অনুমান গরুগুলো অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি দুবরাজপুর থানার ওসি কে অবহিত করা হয় এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গরু বোঝাই গাড়ি সহ ধৃত ব্যাক্তিকে দুবরাজপুর থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়