রাইপুর হাসপাতালে বাঁকুড়া জেলাশাসক

শুভদীপ ঋজু মন্ডল, ১ এপ্রিল

আজ আচমকা রাইপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার সাথে ছিলেন খাতড়া মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় ও রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সর্দার। সেখানে এক প্রসূতি মায়ের হাতে লক্ষী ভাণ্ডারের ফর্ম তুলে দিলেন জেলা শাসক এছাড়া কন্যা শিশুর সুরক্ষায় 10 থেকে 12 টি কন্যা শিশুর হাতে বালা তুলে দেন তিনি এছাড়া তিনি হাসপাতালের মধ্যে ভর্তি থাকা মধ্যে রোগীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা কথা জানতে চান সরকারি পরিষেবাগুলো তারা ঠিকমতো পাচ্ছেন কিনা তাও জানতে চান রোগীদের কাছে তাদের মধ্যে একজন বলেন আমি লক্ষীর ভান্ডার পাচ্ছিনা। বিষয়টি দেখার অনুরোধ করেন তিনি সঙ্গে সঙ্গে তিনি লক্ষীর ভান্ডারের ফরম তার হাতে তুলে দেন এবং পূরণ করি কিভাবে ভিডিও অফিসে জমা দেবেন সে কথাও বুঝিয়ে দেন। পরে তিনি রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয় হাজির হন এবং বিদ্যালয় পরিদর্শন করেন ছাত্র-ছাত্রীদের সাথে মিলিত হয়ে সুখ-দুঃখ ভাগ করে নেন সাথে উপস্থিত ছিলেন বিডিও রঞ্জন সর্দার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।

Leave a Reply