চক্ষে ভাসে চন্দ্র কোনা
সমরেন্দু চক্রবর্ত্তী,
নিশুত রাতে ছিলেম ছাতে
ঘুম নেইকো চোখে,
দূরবীন চোখে চোখ মিলেছে
দেখছি দূর কে কাছে!
রাত আলোকে মন মজেছে
কে দিবি আমায় সাথ?
মানুষ কোথা? না-মানুষ সব-
আর আছেন কুমুদনাথ!
ছোট্ট কালে টি-ই-ই দিছিলে
আমার মায়ের ডাকে?
তুমি মামা আলোর জামা
আজ ধরেছি চক্ষু ফাঁদে!
চরিত্তিরে মোর কলঙ্ক আছে
বদনাম করে লোকে,
তোমার কলঙ্ক লুকিয়ে নাকি
কালো দাগের মাঝে!
কলঙ্ক নয়তো গভীর গহ্বর
দেখলুম দূরবীন চোখে,
দুর্মুখের কথা মিথ্যে- যেমনি
নিন্দুকে হাজার ফোঁকে!
__