সেখ সামসুদ্দিন, ২১ মেঃ চতুর্থ দফায় জামালপুরে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ, বি এল আর ও পার্থ ঘোষ, এ ডি এ সঞ্জীবুল ইসলাম, ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ফাল্গুনী মুখোপাধ্যায়, জামালপুর ১ পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান ডলি নন্দী, শাহাবউদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। আজ ব্লকের বেরুগ্রাম ও জামালপুর ১ পঞ্চায়েতে যথাক্রমে সাদিপুর হাই স্কুল ও সেলিমাবাদ হাই স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প করা হয়। ক্যাম্পের ব্যবস্থপনা দেখে উপস্থিত সকল আধিকারিক সন্তোষ প্রকাশ করেন।