প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয়তা নিয়ে কর্মশালা

Spread the love

শুভ ঘোষ,

ফুটস্টেপস ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হল ‘রি-টার্ন’ গিভ ইউর ক্লথস সেকেন্ড লাইফ কর্মশালা।২১দিনের এই কর্মশালাটি শুরু হয়েছে দশ জন ব্যক্তিকে নিয়ে।
রি-টার্ন বলতে সাধারণ আমরা বুঝি ফেরত দেওয়া।দৈনিক জীবনযাপনে আমরা প্রচুর জামা কাপড় বিছানার চাদর কিনে থাকি।যে গুলোর মধ্যে কিছু জিনিস আমরা উপহার দিয়ে থাকি,আবার কিছু জিনিস ব্যবহার না হওয়ার কারণে পরে থাকে।সেই পরে থাকা কাপড় গুলোকে নিয়ে কিভাবে নতুন জিনিস তৈরি করা যায়,সেই উদ্যোগ নিয়েই হাজির হয়েছে এই সংস্থা।পুরোনো জামা কাপড় দিয়ে কিভাবে টেবিল ক্লথ,টেবিল ম্যাট,মাটিতে পাতার ম্যাট,পত্রিকা রাখার স্ট্যান্ড,নানান ধরনের ব্যাগ তৈরি করা হয় শেখানো হচ্ছে এই কর্মশালায়।প্রশিক্ষণটি শুরু হয়েছে ১০ জন ব্যক্তিকে নিয়ে।লক্ষ রয়েছে পাঁচ হাজার স্কুলের অষ্টম শ্রেণীর উর্দ্ধে ছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ দেওয়ার,পরবর্তী সময়ে এর সংখ্যা আরও বাড়বে।এই কর্মশালায় মূলত প্লাস্টিক,পেপার,ক্লথ এবং গ্লাসের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রশিক্ষণরত ছাত্রীরা পুরোনো কাপড় দিয়ে যে জিনিস গুলো তৈরি করছে,সেই গুলো বিক্রি করার দায়িত্ব পালন করছে এই সংস্থা।যাতে শিক্ষার্থীরা রোজগারের মুখ দেখতে পায়।প্রশিক্ষণরত ছাত্রীরা যে সবাই স্বচ্ছল পরিবার থেকে এসেছে,তা নয়।এমনও একজন রয়েছেন তাদের মধ্যে,যার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান।গার্ল এমপাওয়ারমেন্টের উপর লক্ষ রাখাই হল এই সংস্থার মূল লক্ষ্য।সেই কারণে বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সুতো,উল,জামা কাপড় সমস্তটাই দেওয়া হবে।জানালেন সংস্থার ম্যানেজিং ট্রাস্টি শকুন্তলা চন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *