চিড়িয়াখানায় হচ্ছে পশুপাখিদের হাসপাতাল; জ্যোতিপ্রিয় মল্লিক
পারিজাত মোল্লা,
সোমবার আলিপুর চিড়িয়াখানা পরিদর্শনে গিয়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান – ‘ আলিপুর চিড়িয়াখানার ভেতরে হচ্ছে পশুপাখিদের জন্য মিনি হাসপাতাল। চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না।চিড়িয়াখানার ভেতর জমি চিহ্নিতকরণ করা হয়েছে। নবান্ন থেকে এই বিষয়ে সবুজ সংকেত মিলেছে ‘৷ পাশাপাশি অত্যাধুনিক জাল দিয়ে খাঁচা গুলি রাখা হবে।যাতে অতিউৎসাহী কোন দর্শক খাঁচার ভেতরে না যেতে পারেন।২৫ বছর আগে আলিপুর চিড়িয়াখানার ভেতর বাঘের খাঁচায় এক জনের মৃত্যুর ঘটনা যাতে না ঘটে, তার জন্য এই অত্যাধুনিক জাল বিস্তার করা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী। আধুনিকরণের প্রথম ধাপেই হবে পশুপাখিদের মিনি হাসপাতাল। কিছুদিনের মধ্যেই উত্তরবঙ্গের শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্কে যাওয়া কর্মসূচি রয়েছে। সেখানে সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে যাওয়া হবে বলে জানান জ্যোতিপ্রিয় মল্লিক।