ছেলের অন্নপ্রাশনের দিন 400 গরীবদের মধ্যে খাবার বিতরণ
কাজল মিত্র
:- পান্ডেবেশ্বর বিধানসভার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এক সমাজসেবক সুভাষ ঘোড়ুই তার ছেলের অন্নপ্রাসন এর শুভ দিনে আত্মীয়-স্বজনদের খাবার খাওয়ানোর পরে ৪০০ জন গরীব দুস্থ পরিবারের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করেন। বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জবা সাহার হাতে দিয়ে এই শুভ কাজ করেন সুভাষ ঘরুই । এ উপলক্ষে সুভাষ ঘোড়ুই বলেন যে ছেলের অন্নপ্রাশনের দিন গরীব লোককে খাবার বিতরণ করলে তাঁর পুত্র ওই গরীব লোকদের আশীর্বাদ পাবেন।পরিবার পরিজনদের তো সকলেই নিমন্ত্রণ করে খাবার খাওয়ার কিন্তু এই লকডাউনের ফলে বহু মানুষ রয়েছে যাদের দুবেলা খাবার জোটেনা তাদের মুখে এই খাবার তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত ।