উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
জয়নগর :দীর্ঘ দিন লক ডাউন, আনলক ও আমফান পরিস্থিতির শিকার বহু মানুষ।ভালো পুস্টিকর খাবার থেকে বঞ্চিত গরীব, অসহায় গর্ভবতী মহিলারা। আর তাই সেই মহিলাদের পুস্টিকর খাবার তুলে দিতে এগিয়ে এলেন কলকাতার একটি সংস্থা। জয়নগর থানার আই সি অতনু সাঁতরার সহযোগিতায় সোমবার দুপুরে প্রেকসিস বিজনেস স্কুলের কয়েক জন সদস্য কিছু পুস্টিকর খাবার নিয়ে কলকাতা থেকে সোজা চলে আসেন জয়নগর ১ নং ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে।তুলে দেন জয়নগর ১ নং ব্লকের ৫৫ জন গর্ভবতী মহিলাদের হাতে। হরলিকস্,ছাতু, বিস্কুট, মধু, ফল সহ আরো কিছু সামগ্রী এদিন তুলে দেওয়া হয় তাদের হাতে। জয়নগর থানার আই সি অতনু সাঁতরা ও জয়নগর ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক রুপংকর বোস নিজে দাঁড়িয়ে থেকে এই সব সামগ্রী বিতরণে সহায়তা করেন।আগামী দিনে এই সংস্থা জয়নগর ২ নং ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে গিয়ে ৪৫ জন গর্ভবতী মহিলাদের হাতে এই ধরনের পুস্টিকর খাবার তুলে দেবেন বলে জানা গেল।