সুভাষ মজুমদার,
তারকেশ্বর ব্লকের বালিগড়ি এক মির্জাপুর কদমতলা এলাকায় পবিত্র ঈদে এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ হাসান আলি ওরফে রাজার উদ্যোগে এলাকার ২০০ উপর দুঃস্থ ব্যক্তিদের এই আংশিক লকডাউনে পাশে দাঁড়ালেন ত্রাণ সামগ্রিক নিয়ে পাশাপাশি সাবান স্যানিটাইজার মাস্ক হাতে তুলে দিতে ভুললেন না, এই ভাবেই সাধারণ মানুষের পাশে থেকে সারাবছর নিশ্চুপ ভাবে কাজ করে যায় রাজা, আজও ঈদের নামাজ পড়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রান্নার বিভিন্ন সামগ্রীক তুলে দেন তিনি আরো বলেন এই ভাবেই সাধারণ মানুষের পাশে থেকে জানো আমি কাজ করে যেতে পারি, প্রত্যেকের সরকারের নির্দেশ মেনে চলবেন মাক্স ব্যবহার করবেন স্যানিটাইজার ব্যবহার করবেন এই বার্তাই দিলেন খুশির ঈদে । এছাড়াও এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সুমনা ঘোষ, বালিগড়ি এক অঞ্চলের সভাপতি রবীন চট্টোপাধ্যায়, মির্জাপুর তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি গোপীনাথ মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ।