আমিরুল ইসলাম
শিক্ষাদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দুবরাজপুর গভর্মেন্ট আইটিআই এ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের সহযোগিতায় এই রক্তদান শিবির আয়োজন করা হয়।
এদিন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও বেশ কিছু সহৃদয় ব্যক্তি রক্ত দান ক্রেন। এদিন মোট ৫০জন রক্ত দান করেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা পর্যায়ক্রমে এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এভাবে রক্তদান শিবির আয়োজন করবেন। চিকিৎসার কারণে প্রতিদিনই প্রচুর রক্তের প্রয়োজন। সেই চাহিদা মেটাতে সকলকে এগিয়ে এসে রক্তদান করবার আহ্বান জানানো হয়।