পালিশগ্রামে শ্মশান কালি পুজোর প্রস্তুতি চলছে

Spread the love

আমিরুল ইসলাম,
মঙ্গলকোটের পালিশগ্রামে শ্মশান কালীর পুজোর প্রস্তুতি চলছে, জোর কদমে।

মঙ্গলকোটের পালিশগ্রামে গ্রাম ঢুকতেই রয়েছে শ্মশান কালীর মন্দির। বিগত দিনে এখানে একটি শ্মশান ছিল। এরপর গ্রামের এক যুবক নাম শ্যামাপ্রসন্ন লোহার তিনি ওই জায়গাতে একটি মন্দির নির্মাণ করেন প্রায় 25 বছর আগে।
এরপর থেকে ওই জায়গায় মা শ্মশান কালীর পূজা হয়ে আসছে মহা ধুমধামে।
সেই পূজোর প্রস্তুতি চলছে, জোর কদমে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন পূজো কমিটি। এই পুজোর কদিন চলবে মশারি বিতরণ , দারিদ্র নারায়ণ সেবা, বিখ্যাত বাউল শিল্পী সনজিৎ মন্ডলের গান, পুতুল নাচ ও যাত্রা পালা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পুজো কমিটির সদস্য শ্যামা প্রসন্ন লোহার জানান যে গ্রামের সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় এই পূজা অনুষ্ঠান আমরা করে থাকি।
তার জোর কদমে চলছে প্রস্তুতি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *