পিয়ারডাঙ্গা খানকাহ শরীফে জিকরে শাহাদাত ও উরস মোবারক
জুলফিকার আলি,
সৈয়েদোনা ও নবিয়েনা ও মওলানা হজরত রসূলে করিম (সাঃ) এর বড় দৌহিত্র সৈয়েদোনা ও মওলানা হজরত ইমাম হাসান (আঃ) এর জিকরে শাহাদাতের মজলিস ও তাঁর প্রত্যক্ষ বংশধর পিয়ারডাঙ্গা শরীফের হজরত মহান তাপস কুতবুল আকতাব সৈয়েদোনা ও মওলানা হজরত সৈয়দ শাহ ইশা আর রিজভী আল হুসেনী (রাঃ)এর বাৎসরিক উরস মুবারক তাঁর মাজার শরীফ ও খানকাহ শরীফে গত ১৪ই ও ১৫ই সেপ্টেম্বর মোতাবেক ২৮-২৯শে শফর বৃহস্পতিবার ও শুক্রবার পিয়ারডাঙ্গা মাজার শরীফ ও খানকাহ শরীফের মোতয়াল্লি ও সাজ্জাদানশীন মেদিনীপুরের পীরসাহেব হজরত মওলানা সৈয়দ শাহ জেলাল মুরশেদ আল কাদেরীর তত্ত্বাবধানে মহাসাড়ম্বরে উদযাপিত হয়। এই পবিত্র উরস শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত ও শিষ্য যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক সেখ মহম্মদ ওয়ায়েজুল হক। এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল সংখ্যালঘু সেলের সহ-সাধারন সম্পাদক এহতেশামুল হক, চন্দ্রকোনা বিধানসভা বিধায়ক অরুপ ধাড়া, চন্দ্রকোনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ, চন্দ্রকোনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসূন ঘোষ, চন্দ্রকোনা টাউন থানার মেজোবাবু সুব্রত বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী সেখ আজিজুল হক, বসন ছোড়া ৩নং পঞ্চায়েতের প্রধান নিভা মন্ডল, জারা ২ নং পঞ্চায়েতের প্রধান প্রমুখ।
চন্দ্রকোনার স্থানীয় সাংসদ অপরূপা পোদ্দার পবিত্র উরস অনুষ্ঠান উপলক্ষে হজরতের মাজার শরীফে চাদর ও ফুল পাঠিয়ে শ্রদ্ধা জানান ।
এই পবিত্র উরস শরীফের মিলাদ শরীফ পাঠের মধ্য দিয়ে শুভ সূচনা করেন পিয়ারডাঙ্গা থানকাহ শরীফ ও মাজার শরীফের নায়েব সাজ্জাদানশিন পীরজাদা অধ্যাপক মওলানা ড. সৈয়দ মুস্তাফা মুরশেদ জামাল শাহ আল কাদেরী, বিভাগীয় প্রধান-আরবী বিভাগ, মওলানা আজাদ কলেজ কলকাতা, তিনি বড় ইমাম পাক ও হজরতের জীবনাদর্শের উপর তথ্য ভিত্তিক পাণ্ডিত্য পূর্ণ বক্তব্যও রাখেন। এছাড়াও অনুষ্ঠানে মিলাদ শরীফ পাঠ করেন সংবাদ আলোর দিশার প্রধান সম্পাদক ও আলোর দিশা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক সৈয়দ মিনহাজ হুসেন আল হুসেনী। সভায় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মওলানা বাকিবিল্লাহ রিজভী কাদেরী, মওলানা মুফতী মহরম আলী রিজভী কাদেরী প্রমুখ। অনুষ্ঠান শেষে পীরসাহেব হজরত সৈয়দ শাহ জেলাল মুরশেদ আল কাদেরী ভক্ত বৃন্দকে কোরান ও হাদীসের আলোকে শরিয়ত মেনে বিশ্ব মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান ও সমগ্র মানবজাতির কল্যানের জন্য দোয়া করেন।