মৃত্যুঞ্জয় রায়,
কবিতা জীবন মন্থনের বিষামৃত। কবি অমলেশ বালার কবিতাও সেই ধারাবাহিকতার ফসল। জীবন ও যন্ত্রণার যে ছায়াযুদ্ধ আমাদের আমরণ বয়ে নিয়ে যায়… সেখানে পরিত্রাণের বৌদ্ধিক চেতনায় কবি লিখে চলেন একের পর এক কবিতা। ভাষার চাতুর্য থেকে বেরিয়ে একদম সাদামাটা কাব্যিক রূপারোপে তিনি ছুঁয়ে ফেলেন কবিতার অপার বিস্ময়!
মুর্শিদাবাদ জেলার পুলিশ আধিকারিক কবি অমলেশ বালার প্রথম কাব্যগ্রন্থ ” নরকের ফুল” – এর মোড়ক উন্মোচন করলেন শ্রদ্ধেয় মুর্শিদাবাদ সুপারেনটেনডেন্ট অফ পুলিশ Shri Surya Pratap Yadav ( IPS ) তাঁর অফিসে ১৯ জানুয়ারি ২০২৪ তারিখে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ডিস্টিক জাজ শ্রদ্ধেয় শিবশঙ্কর পাল এবং এ.পি.পি. সি.জে. এম কোর্ট মুর্শিদাবাদ মাননীয় শ্রী বিশ্বপতি সরকার।কবি অমলেশ বালা’র “নরকের ফুল” কাব্য গ্রন্থটি ৪৭ তম আন্তর্জাতিক কলকাতার বইমেলায় স্টল নং ১৩৭ এবং ৬৩ নং এ পাওয়া যাচ্ছে।।