রাইপুরে সমাজসেবী স্মরণে বৃক্ষরোপণ

Spread the love

শুভদীপ ঋজু মন্ডল,

দক্ষিণ বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় রমেশ চন্দ্র বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে রাইপুর এলাকাকে সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো আজ গড় রাইপুর হাই স্কুলে। রমেশ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির সভাপতি শক্তি কুমার বিশ্বাস এই সভার আহ্বান করেছিলেন। তিনি বলেন উষ্ণায়নে বিশ্বে প্রথম সারিতে রয়েছে আমাদের জেলা বাঁকুড়া তাই আমরা আমাদের জেলাকে সবুজায়ন করার লক্ষ্যে বেশি বেশি করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি এবং সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে আজ আমরা একটি বিশেষ সভা আয়োজন করেছি। এদিনের সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী তারাপদ মহাপাত্র, গৌতম বিশ্বাস। গড় রায়পুর হাই স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল, শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক পরীক্ষিত কামিল্যা, বিশিষ্ট শিক্ষক রাধা মাধব মুখার্জি, ফটিক খাঁ, অশোক সিনহা (কাহার) সহ এলাকার বিশিষ্ট মানুষজন। আগামী ২৬ শে জুন এই অনুষ্ঠানের সূচনা হবে বলে কমিটির সভাপতি শক্তি কুমার বিশ্বাস আমাদের জানালেন। উল্লেখ্য দক্ষিণ বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী রমেশ চন্দ্র বিশ্বাস এর উদ্যোগে ১৯৭৬ সালের ২৬ শে জুন কংসাবতী নদীতে রায়পুরের নিকট গোবিন্দপ্রসাদ সিংহ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়। উল্লেখ্য এই সেতু না হওয়া পর্যন্ত চুল দাড়ি কাটবেন না বলে শপথ করেছিলেন রমেশবাবু তার স্বপ্ন সফল হতে সিদ্ধার্থ বাবুর পরিবার রমেশ বাবুকে চুল দাড়ি কাটার অনুরোধ জানান। এবং ওই দিনই তিনি চুল দাড়ি কাটেন যা এলাকার মানুষের কাছে একটি ইতিহাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *