প্রথম দফার ভোটগ্রহণে অমিত শাহের ভবিষ্যৎ বাণীতে প্রশ্ন মমতার

Spread the love

মোল্লা জসিমউদ্দিন টিপু,
একুশে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ নরমে-গরমে মিটেছে বাংলায়।তাতে ৩০ টি আসনের মধ্যে ২৬ টি বিজেপি পাচ্ছেই বলে দিল্লিতে ভবিষ্যৎবাণী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতে তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের এহেন ভবিষ্যৎবাণী নিয়ে বিস্তর প্রশ্নচিহ্ন তুলেছেন। গত রবিবার দুপুরে যখন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ এইরকম দাবি করছিলেন। তাতে ওইদিনই বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তির্যক সূরে বলেছেন ” আর চারটে বাকি রাখলে কেন? ওগুলি কি সিপিএম – কংগ্রেসের জন্য! আমরা কি রসগোল্লা খাবো? “। তবে তৃনমূল নেত্রী মমতা আশাবাদী প্রথম দফার ৮৪% ভোটগ্রহণে জনতার আশীর্বাদ তাদের সাথেই আছে।ইভিএম মেশিনের ভেতর কি জনমত পড়েছে,তা কি করে জানলেন অমিত শাহ?  সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃনমূল নেত্রী মমতা। যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটগ্রহণ নিয়ে তৃণমূল বিরোধী অবস্থান নিচ্ছে তার সমালোচনাও চলছে শাসক দলের অন্দরে।তবে রাজনৈতিক কারবারিরা বলছেন  – ‘কর্মীসমর্থকদের মনোবল বাড়াতে প্রথম দফার নির্বাচন নিয়ে অক্সিজেন দিতে চেয়েছেন বিজেপি নেতা অমিত শাহ’।আবার বিরোধী দলগুলির অভিযোগ – ‘ইভিএম কারচুপিতে আত্মবিশ্বাসী হয়েই হয়তো অমিত শাহ এররকম সাংবাদিক সম্মেলনে ভবিষ্যৎবাণী টি  করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *