প্রধানমন্ত্রী  হিসেবে দিল্লির লালকেল্লায় পতাকা তুলবেন মমতা

Spread the love

বামফ্রন্ট  শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়ায়নি

প্রধানমন্ত্রী  হিসেবে দিল্লির লালকেল্লায় পতাকা তুলবেন মমতা

         খায়রুল   আনাম

যে পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ চলছে, তাতে কেন্দ্রের নরেন্দ্র  মোদি  সরকারের উপরে আর মানুষ আস্থা রাখতে পারছেন না। শ্রমিক, কৃষক থেকে শুরু করে সর্ব  শ্রেণির মানুষ চরম  অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন।  তাই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে আগামী লোকসভা ভোটের মধ্যে দিয়ে  উচ্ছেদ করে দেশে বিকল্প সরকার গঠন প্রক্রিয়ার জন্য বিজেপি বিরোধী শক্তি সংঘবদ্ধভাবে  ইতিমধ্যেই  ‘ইণ্ডিয়া’  জোট গঠন করেছে। এবং আগামীতে দেশে যে সরকার গঠিত হবে তাঁর নিয়ন্ত্রক হিসেবে থাকবেন রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আর মমতা বন্দ্যোপাধ্যায়ই আগামীতে  দেশের প্রধানমন্ত্রী  হিসেবে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা তুলবেন বলে আশা প্রকাশ করা হলো বীরভূমের সিউড়ির ইণ্ডোর স্টেডিয়ামে আইএনটিটিইউসি-র বীরভূম জেলা সম্মেলন থেকে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ড. আশিস বন্দ্যোপাধ্যায়,  রাজ্যের  শ্রম ও আইনমন্ত্রী  মলয় ঘটক,  রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ শতাব্দী রায়, বিধায়ক অভিজিৎ  সিংহ,  সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এই সম্মেলন উপলক্ষ্যে ফেস্টুন, ফ্লেক্স ও অস্থায়ী তোরণে জেলা সদর শহর সিউড়িকে সাজিয়ে তোলা হয়েছিলো।

     এদিনের আইএনটিটিইউসি-র এই  সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সভা থেকে  প্রধানম্যন্ত্রী  নরেন্দ্র মোদি সরকারকে উচ্ছেদের ডাক দিয়ে সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শ্রমিক দরদী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির  লালকেল্লা থেকে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী  হিসেবে আগামী ১৫ আগস্ট জাতীয় পতাকা তুলতে দেখতে চায় বাংলা। রাজ্যের  শ্রম ও আইনমন্ত্রী  মলয় ঘটকও  মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী  হিসেবে দেখতে চাওয়ার আশা ব্যক্ত করে রাজ্যের শ্রমিকদের সামনে রাজ্য সরকারের সদর্থক ভূমিকা তুলে ধরে শ্রমিক দরদী হিসেবে দাবি করা বিগত বামফ্রন্ট  সরকার শ্রমিকদের জন্য  কোনও কাজ করেনি বলে অভিযোগ তোলেন। মন্ত্রী মলয় ঘটকের অভিযোগ,  বামফ্রন্ট  সরকার নিজেদের  শ্রমজীবীদের সরকার হিসেবে দাবি করলেও  ২২ বছর ধরে শ্রমিকদের একই হারে ন্যূনতম  ২ হাজার  ২০০ টাকার বেশি বেতন দেয়নি।  অথচ রাজ্যে  ক্ষমতার পালাবদলের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের ন্যূনতম বেতন  ৯ হাজার ৯০০ টাকা করে দিয়েছেন।  কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমনীতির তীব্র সমালোচনা করে মন্ত্রী মলয় ঘটক বলেন, বিজেপি যে চারটি শ্রমকোড চালু করেছে যাতে শ্রমিকদের  দৈনিক ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করতে হবে। কোনও কারখানায়  ৩০০ জন শ্রমিকের কম থাকলে সেখানে তাঁরা   আদালতে বা কোনও  আইনের আওতায় যেতে পারবেন না। কেন্দ্র ২৯  টি শ্রম আইনে বদল করেছে। কিন্তু শ্রমকোট তামিলনাড়ু আর বাংলা মানেনি। এই সম্মেলন থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে,  শ্রমিক সংগঠনগুলি আলাদা আলাদাভাবে থাকলে সংগঠন তার দায়িত্ব নেবে না। অনুমতিহীন সংগঠনের দায়িত্ব বহন করবে না আইএনটিটিইউসি। এক ছাতার তলায়  সমস্ত শ্রমিকদের আসার আহ্বানও জানানো হয় এদিন।।

ছবি : শ্রমিক সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *