প্রয়াণ দিবসে রোকেয়া স্মরণ পানিহাটিতে

Spread the love

প্রয়াণ দিবসে রোকেয়া স্মরণ পানিহাটিতে


দীপঙ্কর সমাদ্দার: জীবদ্দশায় তিনি বারে বারে অপমানিত হয়েছিলেন। ৯ ডিসেম্বর ১৯৩২ সালে প্রয়াত হবার পর বাংলায় নারী শিক্ষা প্রসারের অন্যতম অগ্রপথিক রোকেয়া সাখাওয়াত হোসেনকে সমাহিত করা হয় পানিহাটিতে পারিবারিক সমাধিক্ষেত্রে । বর্তমানে সেখানে পানিহাটি বালিকা বিদ্যালয় ভবন নির্মিত হয়েছে। গত সোমবার সেই স্থানেই তাঁর সমাধি স্মারকের এবং আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন পানিহাটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্রীবৃন্দ, রোকেয়া ইনস্টিটিউট অব ভ্যালু এডুকেশন এন্ড রিসার্চ এর সদস্যবৃন্দ এবং রাজ্যের মহিলা আন্দোলনের বিভিন্ন নেতৃত্ব। শ্রদ্ধা নিবেদন করেন‌ রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী, অন্জু কর, মহিলা আন্দোলনের নেত্রী জাহানারা খাতুন, কনীনিকা ঘোষ, রুনু ব্যানার্জি, যশোধরা বাগচী, পূরবী সরকার সহ মহিলা নেতৃবৃন্দ। ‌ শ্রদ্ধা নিবেদন করেন পানিহাটি বালিকা বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিঠু ইসলাম এবং বিদ্যালয়ের শিক্ষিকারা। ‌ রোকেয়া ইনস্টিটিউট অব ভ্যালু এডুকেশন এন্ড রিসার্চ বা রিভারের পক্ষ থেকে মাল্যদান করেন পূর্ণিমা রায়চৌধুরী এবং কৃশানু ভট্টাচার্য্য।
২০১০ সাল থেকে রোকেয়ার জীবন এবং কর্ম নিয়ে নিয়মিত আলোচনা এবং গবেষণার কাজ পরিচালনা করে রোকেয়া ইনস্টিটিউট অফ ভ্যালু এডুকেশন এন্ড রিসার্চ বা রিভার। ‌ ওই সংগঠনের পক্ষ থেকে ওইদিন সন্ধ্যায় মধ্য পানশিলা উন্নয়ন সমিতির গৃহে অনুষ্ঠিত হয় রোকেয়া স্মরণ সন্ধ্যা। এই অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিল এলাকার বিভিন্ন মেয়েদের স্কুলের ছাত্রীরা এবং বিভিন্ন কলেজের ছাত্রীরা। এছাড়াও অনুষ্ঠান চলাকালীন রোকেয়া কেন্দ্রিক ছবি আঁকার অনুষ্ঠানে অংশগ্রহণ করে কল্যাণ নগর বিদ্যাপীঠের ছাত্ররা।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিহাটিতে রোকেয়া চর্চার পথিকৃৎ সুনীল পাল । সভায় নিবেদিতা রায় চ্যাটার্জী আজকের দিনে রোকেয়ার
প্রাসঙ্গিকতা এবং শ্রীমতি মিঠু দাস কর্ম ক্ষেত্রে মেয়েদের সুরক্ষা জনিত আইনি সুরক্ষা বিষয় বক্তব্য রাখেন। স্থানীয় বন্দিপুর আইডিয়াল একাডেমি ফর গার্লস এর ছাত্রী রুকসানা পারভীন এবং আনিসা খাতুন ও কল্যাণ নগর বিদ্যাপীঠ ফর গার্লসের ছাত্রীর স্বর্ণালী ঘোষ রোকেয়া অবদান বিষয়ে আলোচনা করে। কল্যাণ নগর বিদ্যাপীঠের ছাত্র পুষ্পেন্দু পোদ্দার, সমুজ্জল বিষ্ণু, সৌমাল্য চক্রবর্তী সুদীপায়ন পাল রোকেয়ার প্রতিকৃতি অংকন করে। রিভার এর পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন কল্পনা বসু, যুথিকা পান্ডে, পূর্ণিমা রায়চৌধুরী সহ বিশিষ্ট জন। এছাড়াও পরিবেশিত হয় সঙ্গীত এবং আবৃত্তি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিভারের সম্পাদক কৃশানু ভট্টাচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *