বাড়িতে ফেলে এলো অ্যাডমিট কার্ড – মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে ট্রাফিক গার্ড
সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান-:
শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। প্রথমবারের জন্য নিজ বিদ্যালয়ের বাইরে পরীক্ষা দিতে চলেছে ওরা। স্বাভাবিকভাবেই মানসিক চাপে থাকে ওরা। সেই চাপেই ভুল করে বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসে ভাতার থানার ওরগ্রামের জনৈক ছাত্র। তার পরীক্ষাকেন্দ্র হলো গুসকরা পি.পি.ইন্সটিটিশন। উদ্বিগ্ন হয়ে পড়ে ছাত্রটি। প্রায় ১০ কিমি. দূরের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড এনে কীভাবে সে পরীক্ষায় বসবে? খবরটি গুসকরা ট্রাফিক গার্ডের ওসি বিশ্বনাথ পাইনের কানে যায়। তৎপর হয়ে ওঠেন তিনি। নিজের দপ্তরের এক কর্মীর মোটরসাইকেল করে ছেলেটিকে পাঠিয়ে দেন তার বাড়িতে। পাশাপাশি যোগাযোগ করেন পরীক্ষাকেন্দ্রের আধিকারিকের সঙ্গে। অবশেষে তার চেষ্টায় পরীক্ষা শুরু হওয়ার আগেই ছেলেটি পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছায়।
ট্রাফিক গার্ডের এই তৎপরতার জন্য খুব খুশি ছেলেটির পরিবারের সদস্য সহ পরীক্ষা কেন্দ্রের কাছে উপস্থিত অভিভাবকরা। প্রত্যেকেই ওদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
যদিও এবিষয়ে কিছু বলতে চাননি গুসকরা ট্রাফিক গার্ডের ওসি বিশ্বনাথ পাইন। তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া - এটি আমাদের কর্তব্য।