শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া, সারেঙ্গা ব্লকের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করল তারই সূচনা হলো আজ বিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন সারেঙ্গা বনবিভাগের বন আধিকারিক সুরজিৎ মজুমদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। আজ বিদ্যালয়ে প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মধ্যে আলাদা উন্মাদনা ও আনন্দ লক্ষ্য করা যায় তারা আজ জেনেছে শুধু নিজেদের জন্মদিন পালনই নয়। বিদ্যালয়েরও জন্মদিন পালন করা হয় তা হল আমাদের এই বিদ্যালয়ে। আজ শিক্ষক-শিক্ষিকাদের সাথে একাত্ত হয়ে কেক খাওয়া ও গালে কেক মাখিয়ে দেওয়া এ যেন সবকিছু পাওয়ার থেকে আলাদা। বিদ্যালয়ের ছাত্র আকাশ কুম্ভকার, সৌমেন গুলি, রাজেশ কুম্ভকার রা বলে আজ আমরা সবচেয়ে বেশি খুশি ও আনন্দিত। কারণ শিক্ষক মশাইদের গালে কেক মাখাতে পেরেছি বিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মন্ডল বলেন আজ আমাদের শতবর্ষের সূচনা হলো সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা দের সার্বিক সহযোগিতায় আমরা আগামী দিনে একটি বড় অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছি। সেই অনুষ্ঠানে রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।। আজকের অনুষ্ঠানে অভিভাবক অভিভাবক তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।।
নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি
