বিক্ষোভ মিছিল ও অমিত শাহর কুসপুত্তলিকা দাহ, সামাজিক ন্যায় মঞ্চের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম
ভারতবর্ষের সংবিধান প্রণেতা ড. ভীম রাও আম্বেদকর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনাকে নিয়ে রাজ্যসভায় বিরূপ মন্তব্য করে বসেন। যার প্রেক্ষিতে বিতর্কের সৃষ্টি হয়। বিরোধী সাংসদরা একত্রিত হয়ে প্রতিবাদে সরব হয়ে ওঠেন। যা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের উদ্যোগ মিছিল ও ধিক্কার সভা অনুষ্ঠিত হয় জেলা সদর সিউড়ি শহরে। এলাকার দলিত, আদিবাসী ও তপশীলি কৃষক, খেতমজুর সহ সাধারণ মানুষ সিউড়ি শহরের বুকে জমায়েত হয় এবং সমগ্র শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। পরবর্তীতে সিউড়ি বাসস্ট্যান্ডের সন্নিকটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলার গণআন্দোলনের নেতা দীপঙ্কর চক্রবর্তী, সামাজিক ন্যায় মঞ্চের নেতা ও প্রাক্তন বিধায়ক ধীরেন বাগদি, আদিবাসী লোকশিল্পী সংঘের নেতা শীতল বাউরি, পল্টু বাগদি, আদিবাসী অধিকার মঞ্চের নেতা অশোক মুর্ম্মু প্রমূখ। বিক্ষোভ সভা থেকে নেতৃবৃন্দের বক্তব্য যে,দেশ তথা ভারতবর্ষের গর্ব, দেশের সংবিধান প্রণেতা ডঃ ভীম রাও আম্বেদকর। জাতপাতের বিরুদ্ধে যিনি আজীবন লড়াই করে গেছেন এরকম ব্যাক্তিকে ঘিরে সংসদের মধ্যে বিদ্রুপ ও কুরুচিকর মন্তব্য করার জন্য ধিক্কার জানাই। সেই সাথে অমিত শাহর পদত্যাগ চাই।বিজেপি বারবার দেশের সংবিধান ,গণতন্ত্র ও দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। জেলার মধ্যে
এরূপ বিক্ষোভ মিছিল সংগঠিত ও অমিত শাহর কুসপুত্তলিকা দাহ করা হয় পাইকর,চিনপাই ,কচুজোড়, বোলপুর, ইলামবাজার, মল্লারপুর সহ জেলার বিভিন্ন স্থানে বলে জানা যায়।